মীযান ডেস্ক: প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষে জামাআতে ইসলামী হিন্দ রাজ্যজুড়ে ‘সম্প্রীতি স্টল’ দিয়েছে। জামাআতের মেট্রো সিটি শাখার উদ্যোগেও কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ‘সম্প্রীতি স্টল’ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে মোহাম্মদ আলি পার্ক, হাওড়ার মন্দিরতলা এবং তপসিয়ার ই.এম বাইপাস, মেটিয়াবুরুজ, চড়িয়াল বজবজ ইত্যাদি। মূলত অমুসলিম সহ-নাগরিকদের কাছে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে এবং ইসলাম সম্পর্কে ভুল ধরাণার অবসানের লক্ষ্যে এই সময়োপযোগী অভিনব আয়োজন। আমরা দীর্ঘকাল ধরে একসঙ্গে পাশাপাশি বসবাস করছি, তাই আমাদের মধ্যে দৃঢ় মানবিক সম্পর্ক গড়ে তোলা এবং একে অপরের ধর্ম, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরী।
এই ভাবনাকে সামনে রেখে জামাআতের কলকাতা মেট্রো সিটি-র কর্মী, সদস্য এবং স্বেচ্ছাসেবকরা পথচলতি মানুষ ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য ও কুশল বিনিময় করছেন এবং নানারকম ইসলামী বই-পুস্তক, তথ্যভিত্তিক হ্যান্ডবিল, ফোল্ডার, লিফলেট, বাংলায় অনুবাদ কুরআন ইত্যাদি সম্পূর্ণ বিনামূুল্যে উপহার হিসেবে তুলে দিচ্ছেন। এ ছাড়াও সম্প্রীতি স্টল থেকে ঠাণ্ডা সুপেয় পানি, প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করছেন জামাআতের ডক্টরস ফোরামের সদস্যরা।
এই প্রতিনিধিদলে রয়েছেন ডাঃ সামিউল হক ও তার সহকারী সারওয়ার হাসান। শুক্রবার মোহাম্মদ আলী পার্কের সম্প্রীতি স্টলে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সম্পাদক শা’দাব মাসুম, কলকাতা মেট্রো সিটির নাযিম জুলফিকার আলী গাজী-সহ অন্যান্য দায়িত্বশীলগণ। এছাড়াও স্টলগুলোতে জামাআতের মেট্রো সিটি কলকাতার বিভিন্ন এলাকার কর্মী, সমর্থক ও সদস্যরা উপস্থিত রয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংগঠনের মহিলা কর্মীরাও রাস্তার ধারে দাঁড়িয়ে পথচারী ও দর্শনার্থীদের হাতে বই-পুস্তক ইত্যাদি তুলে দিচ্ছেন।