উত্তর ২৪ পরগনার রাজারহাট, মিনাখায় জামাআতের ‘সম্প্রীতি স্টল’

মীযান ডেস্ক: শান্তি-সম্প্রীতির বার্তা দিতে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে রাজ্যজুড়ে দুর্গাপুজোর সময় সম্প্রীতি স্টলের আয়োজন করা হয়। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পথচলতি ও দর্শনার্থীদের উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট ব্লকের বিভিন্ন জায়গায় এই স্টল দেওয়া হয়েছে। শুক্রবার এই স্টলে উপস্থিত ছিলেন রাজারহাটের ব্লক নাযিম মাহবুব হক, সহকারী কুতুবউদ্দিন, সিরাজ উদ্দিন, জেলা মিডিয়া ইনচার্জ আব্দুল কুদ্দুস-সহ জামাআতের কর্মী-সমর্থকরা। এই অভিনব আয়োজনে খুশি স্থানীয় অমুসলিম ভাইবোনেরাও। সম্প্রীতি স্টল থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা, পানীয় জল, ইসলামী বই-পুস্তক, হ্যান্ডবিল, ফোল্ডার, লিফলেট ও কুরআনের বাংলা অনুবাদ।

এছাড়াও জেলার মিনাখা ব্লকের সম্প্রীতি স্টলে উপস্থিত ছিলেন দাওয়াহ বিভাগের ইনচার্জ গোলাম হোসেন, মিনাখার ব্লক নাযিম ডাঃ নিয়ামত হোসেন, সহকারী রুহুল আমীন, তরিকুল ইসলাম-সহ জামাআতের কর্মী-সমর্থকরা।

Stay Connected

Advt.

%d bloggers like this: