মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের আন্দি বাজারে দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় দিনে ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দের বড়ঞা ব্লক শাখা। সুস্থ সমাজ তথা উন্নত ভারত গড়তে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রয়োজন একে অপরকে জানা ও বোঝা। সেই লক্ষ্যেই সব স্তরের মানুষের কাছে সম্প্রীতির বার্তা প্রদানের মহৎ উদ্দেশ্যে দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে সম্প্রীতি স্টলের আয়োজন করে থাকে জামাআতে ইসলামী। এই স্টল থেকে পথচলতি মানুষজন ও দর্শনার্থীদের হাতে পানীয় জল, ওষুধ এবং সেই সঙ্গে পবিত্র কুরআনের বাংলা অনুবাদ, সম্প্রীতির বার্তাবাহী নানারকম ইসলামী বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার, ইসলামী সাহিত্য ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।