মীযান ডেস্ক: সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট এর উদ্যোগে রাজ্যজুড়ে এক অভিনব প্রচার অভিযান চলছে। ১-১৫ অক্টোবর এই ক্যাম্পেইনের শিরোনাম “ওঠো, সাবধান করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো”। এই উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট রাইগাছি বটতলা ইসলামী পাঠাগারে। ১৩ অক্টোবর রবিবার সন্ধ্যায় দারসে কুরআনের মাধ্যমে প্রোগ্রাম সূচনা করেন জামাআতে ইসলামী হিন্দের রাজারহাটের ব্লক সভাপতি মাহবুব হক। তিনি বলেন, হে যুবক ঘুমিয়ে থেকো না, সমাজকে পথ দেখানোর দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। এ দায়িত্ব যুগে যুগে নবী রাসুলগণ নিয়েছেন। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট এর জেলা সভাপতি শারুখ হাসান।
সলিডারিটির রাজ্য দায়িত্বশীল আরিফুর রহমান। তিনি বলেন, শুধু মোমবাতি জ্বালিয়ে অনশন করে ধর্ষণ রোধ করা যাবে না, মানুষকে আগে সৎ এবং নৈতিক গুণসম্পন্ন হতে হবে। তাই যুব সমাজের প্রতি আহ্বান, নিজেদেরকে সৎ, চরিত্রবান, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলবে হবে এবং সমাজ কল্যাণের লক্ষ্যে নিবেদিত ইতিবাচক কাজকর্মে নিজেদেরকে যুক্ত করতে হবে। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিসিআর-এর জেলার দায়িত্বশীল সফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন আনসার ভাই। মাহবুব হক সাহেবের আখেরী হেদায়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হয়।