মীযান ডেস্ক: উত্তর দেগঙ্গা ব্লকে ১৪ অক্টোবর সোমবার হরিণখোলা মসজিদে ‘সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট’ এর চলমান ক্যাম্পেইন “ওঠো, সাবধান করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর”–কে সামনে রেখে যুবকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত বৈঠকে সূরা মুদ্দাসসির থেকে ক্যাম্পেইনের থিমকে সামনে রেখে ‘তাযকির বিল কুরআন’ পেশ করেন মাওলানা আলী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগণা জেলার তরবিয়াত বিভাগের ইনচার্জ মাওলানা ইসমাইল হক। তিনি যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। ‘সলিডারিটি ইয়ুথ মুভেমেন্ট’ উত্তর ২৪ পরগনার জেলার অর্গানাইজিং সেক্রেটারি এবং জেলা ক্যাম্পেইন কনভেনর মোহাম্মদ রাজু মনি বর্তমান সময়ে যুব সমাজের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার সম্পর্কে বক্তব্য পেশ করেন।