হাসনাবাদের চাঁদপুরে জামাআতের দাওয়াতী ইজতেমা

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ হাসনাবাদ ব্লকের চাঁদপুর আষাঢ়িয়া জামে মসজিদে এক মহতী দাওয়াতী ইজতেমা অনুষ্ঠিত হল। উত্তর ২৪ পরগনার জেলা নাযিম মাওলানা রফিকুল ইসলামের দারসে কুরআনের মাধ্যমে ইজতেমা শুরু হয়। তিনি বলেন, হযরত ঈসা (আঃ) ও তাঁর সাথীগণ যেভাবে ইসলামের জন্য জীবন উৎসর্গ করে গিয়েছেন তেমনিভাবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং কুরআনের আন্দোলন আজীবন করতে হবে। যেভাবে এই ধারায় ইসলামী আন্দোলনের কাজ যুগে যুগে চলে এসেছে।

প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সহকারী জেলা নাযিম মাওলানা আব্দুল আজিজ মোল্লা। তিনি তাঁর বক্তব্যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার দাওয়াহ ইনচার্জ গোলাম হোসেন। তিনি বলেন, শুধু মুখে ঈমানদার বলে দাবি করলে হবে না, তার জন্য অবশ্যই পরীক্ষা দিতে হবে। যেভাবে যুগে যুগে নবী-রাসূলগণ পরীক্ষা দিয়েছেন। বর্তমানে যারা ইসলামী আন্দোলনের কাজ করবে তাদেরকেও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কেউ উন্নতি লাভ করত পারবে না। এছাড়াও উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লকের নাযিম মশিউর রহমান প্রমুখ।

 

Stay Connected

Advt.

%d bloggers like this: