মীযান ডেস্ক: প্রতি বছরের মতো এবারও শারদীয়া উপলক্ষে ১১-১২ অক্টোবর দুই দিনব্যাপী ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করে মুর্শিদাবাদ জেলা জামাআতে ইসলামী হিন্দ এর জলঙ্গি ব্লক। সুস্থ সমাজ তথা উন্নত ভারত গড়তে সম্প্রীতির মাধ্যমে আন্তঃধর্ম সমন্বয় ও তার অঙ্গ হিসেবে একে অপরকে জানা ও বোঝার লক্ষ্যে প্রতিবেশী সহ-নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান খুব জরুরী। এই লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখেই সমাজের সব স্তরের মানুষের কাছে সম্প্রীতি ও সংহতির বার্তা দিতে দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করে থাকে জামাআতে ইসলামী হিন্দ। এই স্টল থেকে পথচলতি দর্শনার্থীদের বিনামূল্যে পানীয় জল ও সেই সঙ্গে সম্প্রীতির বার্তাবাহী নানারকম বই-পুস্তক, তথ্যভিত্তিক হ্যান্ডবিল, ফোল্ডার, জীবনবিধান কুরআনের বাংলা অনুবাদ ইত্যাদি উপহার হিসেবে তুলে দেন উদ্যোক্তারা।