সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

মীযান ডেস্ক: অবশেষে অনেক টালবাহানার পর সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা তথা বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধী। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন রাহুল। মার্চ মাসে  ‘মোদি’ পদবি মামলায় সুরাত নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দু’বছর কারাদণ্ডের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। কিন্তু সুরাতের নিম্ন আদালতের সেই রায়ের উপর শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়। সোমবার লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় সাংসদ পদ ফেরানো হচ্ছে রাহুলের। গত মার্চ মাসে সুরাত আদালতের রায়ের পরই লোকসভায় সাংসদ পদ খোয়ান কংগ্রেসের প্রথম সারির নেতা রাহুল। এবার থেকে রাহুলকে নিয়মিত লোকসভার অধিবেশনে দেখা যাবে বলে আশাবাদী কংগ্রেস সহ বিরোধী দলগুলো। কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রা থেকেই রাহুলকে ভয় পেয়েছিল কেন্দ্র সরকার। তাই তুচ্ছ কারণে মামলায় ফাঁসিয়ে রাহুলের সাংসদ পদ খারিজ করার ষড়যন্ত্র করেছিল বিজেপি। আর সুরাত আদালতের রায়কে শিখণ্ডী করে লোকসভার স্পিকার ওম বিড়লা তড়িঘরি রাহুলের সাংসদ পদ বাতিল করেছিলেন। সুপ্রিম কোর্টের রায় বিরোধী মহাজোটের নৈতিক জয় বলে দাবি করেছে কংগ্রেস পার্টি।

উল্লেখ্য, লোকসভার চলতি বাদল অধিবেশন খুব সম্ভবত ১০ আগস্ট পর্যন্ত চলবে। তার আগে মণিপুর ইস্যুতে ৮তারিখ থেকে তিনদিন অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা ও তর্ক বিতর্ক হবে। ১০ তারিখ জবাবী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বভাবতই এই মাহেন্দ্রক্ষণে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় বিরোধী জোট বিরাট মাইলেজ পেয়ে গেল বলা চলে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: