১৭০০ কোটি ডলার লোপাট করেছে হাসিনার সহযোগীরা?

মীযান ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী ধনকুবেরদের ব্যাঙ্কিং খাত থেকে প্রায় ১৭০০ কোটি ডলার পাচারের সঙ্গে সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর।  সোমবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বৃটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ভারতীয় মুদ্রায় ওই বিপুল পরিমাণ অর্থ ১৪,২৯,২৭,৮৪,০০,০০০ টাকা।

সাক্ষাৎকারে গভর্নর আহসান মনসুর দাবি করেন, ব্যাঙ্কিং খাতে হাসিনা প্রশাসনের ঘনিষ্ঠ ধনকুবেরদের দুর্নীতিতে সাহায্য করেছেন ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নেতৃস্থানীয় কয়েকজন। তাঁর অনুমান, নতুন শেয়ারহোল্ডারদের ঋণ দেয়া এবং আমদানি চালান স্ফীত করার মতো পদ্ধতির মাধ্যমে ব্যাংকগুলো থেকে অর্থ পাচার করা হয়েছে। এর মাধ্যমে ২ লক্ষ কোটি টাকা বা ১৬.৭ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লোপাট বা পাচার করেছে অভিযুক্তরা। যেকোনো আন্তর্জাতিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য একটি ব্যাঙ্ক ডাকাতি বলে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রীয় সহায়তায় পৃথিবীর কোথাও এত বিপুল পরিমাণ অর্থ পাচারের নজির নেই।

এছাড়া হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধেও কোটি কোটি ডলার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেসবের প্রমাণ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন মন্ত্রীর কয়েকশো বিলাসবহুল অট্টালিকার সন্ধান পাওয়া গেছে লন্ডন, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে।

Stay Connected

Advt.

%d bloggers like this: