আয়রন ডোমের পাল্টা স্টিল ডোম আনছে তুরস্ক

মীযান ডেস্ক: ইসরাইলের ‘আয়রন ডোমের’ আদলে প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ চালুর উদ্যোগ নিচ্ছে তুরস্ক। বুধবার রাজধানী আঙ্কারায় স্বদেশী হেলিকপ্টার উদ্বোধন করে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই ঘোষণা দেন। তিনি তুর্কি প্রযুক্তিতে তৈরি স্টিল ডোমকে ইসরাইলের প্রসিদ্ধ আয়রন ডোমের সঙ্গে তুলনা করে বলেন, ইসরাইলের যদি আয়রন ডোম থাকে, তবে আমাদেরও স্টিল ডোম থাকবে। আমরা কখনোই বসে থাকব না; আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বহুমুখী সুরক্ষা নিশ্চিত করব।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিরক্ষা খাতে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত থামব না। উল্লেখ্য, হামাস, হিজবুল্লাহ ও ইরানের রকেট আক্রমণ থেকে রক্ষা পেতে ২০১১ সালে ইসরাইলের আয়রন ডোম তৈরি করে দিয়েছিল মার্কিন মালিকানাধীন রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম।

Stay Connected

Advt.

%d bloggers like this: