ওয়াকফ: জেপিসির সঙ্গে বৈঠকে জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় প্রতিনিধিদল

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় প্রতিনিধিদল ৪ নভেম্বর সোমবার ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র সঙ্গে বৈঠক করল। জামাআতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দুই সর্বভারতীয় সহ-সভাপতি অধ্যাপক ড. সেলিম ইঞ্জিনিয়ার ও মালিক মোতাসিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতের মারকাযী সেক্রেটারী মাওলানা আব্দুর রফিক, সহকারী সম্পাদক এ রহমাতুন্নিসা, সম্পাদক ইনামুর রহমান, ওবিসি নেতা আনসারী শাব্বির আহমদ, অ্যাডভোকেট নিজাম পাশা ও জেবা খায়ের প্রমুখ।

এদিন তাঁরা পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়ে জেপিসি চেয়ারম্যান তথা লোকসভরা সাংসদ জগদম্বিকা পালের সঙ্গে সাক্ষাত করেন। এবং কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশাধনী বিলের ব্যাপারে আপত্তি জানিয়ে বিলটি প্রত্যাহার করতে আবেদন জানান।

উল্লেখ্য, গত ৮ আগস্ট লোকসভায় এই বিল পেশ করা হয়। তুমুল বিরোধিতার মুখে পড়ে পরদিনই জেপিসি গঠনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী কীরেণ রিজিজু। তারপর লোকসভা ও রাজ্যসভা থেকে প্রায় ৩০ জন সাংসদকে নিয়ে গঠিত হয় জেপিসি। পশ্চিমবঙ্গ থেকে এই কমিটিতে রয়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, নাদিমুল হক ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে জেপিসির দুই সদস্য কল্যাণ ব্যানার্জী ও নাদিমুল হকের সঙ্গে সাক্ষাত করে লিখিতভাবে আপত্তি জানিয়ে আসেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল।

ইতিমধ্যে জামাআতে ইসলামীর কেন্দ্রীয় প্রতিনিধিদল জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন। এদিন জেপিসির লিখিত আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন জামাআতের মারকাযী প্রতিনিধিদল।

বি:দ্র: আগামী শনিবার ৯ নভেম্বর কলকাতায় ওয়াকফ বিল বাতিলের দাবিতে এক বিরাট সমাবেশ হতে চলেছে। তাতে জামাআতের সর্বভারতীয় সভাপতি বা আমীরে জামাআত সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি-সহ বিভিন্ন মুসলিম সংগনের নেতৃত্ব উপস্থিত থাকবেন। তারপর ১২ নভেম্বর জেপিসি টিম কলকাতায় আসবেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: