একজন মানুষ দৈনিক ১১ হাজার লিটার অক্সিজেন নেয়

মীযান ডেস্ক:  বাতাস বা অক্সিজেন ছাড়া একজন মানুষ সর্বোচ্চ তিন মিনিট বাঁচতে পারে। মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের অতি প্রয়োজনীয় অংশ অক্সিজেনের ঘাটতি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হলে মস্তিষ্কের কোষগুলো দ্রুত মরে যেতে শুরু করে। ফলে ওই ব্যক্তি অচেতন হয়ে পড়ে এবং তার চোখের তারারন্ধ্র বা পিউপিল আলোর সঙ্গে মিথস্ক্রিয়া বন্ধ করে দেয়। এর পরই চিরনিদ্রায় শায়িত হন তিনি। বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন আমরা প্রকৃতি থেকে বিনামূল্যেই পেয়ে থাকি। এই অক্সিজেনের একমাত্র উৎস হল গাছপালা ও জলজ উদ্ভিদ শ্যাওলা।
একাধিক গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ১১ হাজার লিটার বাতাস বা অক্সিজেন নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে। স্বাস্থ্যবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম শেয়ারকেয়ারের তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে নিঃশ্বাসের মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষ ৭ থেকে ৮ লিটার বাতাস নিয়ে থাকে। সেই হিসাবে ২৪ ঘণ্টায় বা ১৪৪০ মিনিটে আনুমানিক ১১ হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে একজন মানুষ।
এর মধ্যে থেকে ফুসফুস কেবল ৫ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নেয় এবং বাকী সব প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে অক্সিজেন রক্তে মিশে যায়। এই হিসাবে একজনের প্রতিদিন প্রয়োজন হয় ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন।
অক্সিজেনের তুলনায় অন্য দুটি অতি প্রয়োজনীয় উপাদান পানি ও খাবার আমরা অনেক কম পরিমাণে গ্রহণ করে থাকি। সারা দিনে একজন মানুষ গড়ে সর্বোচ্চ ২ থেকে ২.৫ কিলো খাবার খেয়ে থাকে। আর এইসব খাদ্য পরিপাকের জন্য একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক অন্তত ৮ থেকে ১০ গ্লাস বা আড়াই থেকে ৩ লিটার পানি পান করা উচিত।
কোনো ধরনের খাবার ছাড়া বেঁচে থাকা যায় অন্তত ২১ দিন; পানি ছাড়া ৩ দিন, আর বাতাস ছাড়া বেঁচে থাকা যায় মাত্র ৩ মিনিট। যেহেতু বিশুদ্ধ বাতাস তথা অক্সিজেন প্রাকৃতিক সম্পদ; তাই এর সঠিক মূল্য নির্ধারণ করা আমাদের পক্ষে অসম্ভব। কোনোরূপ মূল্য পরিশোধ ছাড়াই তা আমরা গ্রহণ করে যাচ্ছি। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত এভাবেই আমরা তা গ্রহণ করে যাব। যা আল্লাহর অনন্য নিয়ামত।
‘গ্রিন দিল্লি’র গবেষণা রিপোর্টে বলা হয়েছে, একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার ‘পিউর’ বা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে থাকে। সিলিন্ডারজাত করলে এই পরিমাণ অক্সিজেনের বাজারমূল্য বহু টাকা। কারণ, একটা রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪ কেজি ২০০ গ্রাম অক্সিজেন থাকে। অতয়েব ৫৫০ লিটার অক্সিজেন ধরে রাখার জন্য অন্তত ৪০টা সিলিন্ডার লাগবে। আর ১১ হাজার লিটারের জন্য লাগবে অন্তত ৭৫০টা সিলিন্ডার।

Stay Connected

Advt.

%d bloggers like this: