মীযান ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিতে সে দেশের প্রেসিডেন্টকে সুপারিশ করলেন প্রধানমন্ত্রী। ওই দেশের সংবিধান মোতাবেক সংসদীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে হয়। তার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হয়। সেইমতো বুধবার রাতে ইস্তফা দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করানোর জন্য রাষ্ট্রপতি আরিফ আলভিকে সুপারিশ করেন শাহবাজ শরিফ।