ইরানে চালু হল সৌদি দূতাবাস, দ্রুত বদলাচ্ছে মুসলিম বিশ্বের সমীকরণ

মীযান ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলাচ্ছে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের সমীকরণ। এই পরিবর্তনের অভিমুখ অনেকটাই ইতিবাচক। কূটনীতিতে শত্রু বলে পরিচিত সৌদি আরবের সঙ্গে ইরান এবং সিরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে। সম্প্রতি আরব লীগের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আবার ইরানের সঙ্গে সৌদি আরবের বেশ কিছু মৈত্রীচুক্তি সই হয়েছে। সব মিলিয়ে বলা যায় মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্যের যে চাহারা পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে তাতে আমেরিকা-ইসরাইলের কপালে ভাঁজ দেখা যাচ্ছে। এদিকে সর্বশেষ খবরে জানা গিয়েছে, দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাস পুরোদমে চালু হয়েছে। রবিবার থেকে তারা কার্যক্রম আবার নতুন করে কাজ শুরু করেছে বলে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায় তেহরান প্রশাসন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রভাবশালী শিয়া স্কলার উমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। তারই প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। যার জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। তার সাত বছরের মাথায় চলতি বছরের শুরুর দিকে দুই দেশ সম্পর্ক আবার জোড়া লাগাতে সম্মত হয়।

চীনের মধ্যস্থতায় গত মার্চে শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদির মধে চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী, দেশ দুটি আবার নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করতে রাজি হয়। তারই অংশ হিসেবে পুনরায় উভয় দেশ তাদের দূতাবাস চালু করতে সম্মত হয়। তবে সৌদি আরব তাদের তেহরানস্থিত দূতাবাস চালু করে দিলেও রিয়াধে কবে থেকে ইরানী দূতাবাস খুলবে তা এখনও জানা যায়নি। তবে গত জুন মাসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রিয়াদে ইরানি দূতাবাস পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা করেছে তেহরান। জানা গিয়েছে, সৌদিতে ইরানি দূতাবাসের সংস্কার বা মেরামতি কাজ চলছে। তাই চালু করতে দেরি হচ্ছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: