বিএড থাকলে প্রাইমারীতে আবেদন করা যাবে না: সুপ্রিম কোর্ট

মীযান ডেস্ক:  এবার থেকে বিএড ডিগ্রিধারীরা আর প্রাইমারী স্কুলের জন্য শিক্ষক পদে আবেদন করতে পারবে না। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়লেন বি.এড প্রশিক্ষিতরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এমনই কোপ পড়ল তাঁদের উপর। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে শুক্রবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, প্রাথমিকে শুধুমাত্র ডি.এল.এড বা ডি.এড ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন। বি.এড-রা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এই সুপ্রিম-নির্দেশে বিপাকে পড়লেন কয়েকশো আন্দোলনকারী চাকরীপ্রার্থী।

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বি.এড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পাশাপাশি প্রাথমিকের জন্যও আবেদন করতে পারবেন। কিন্তু হাইকোর্টের সেই রায় শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে বি.এড প্রশিক্ষিতরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্যই আবেদন করতে পারবেন। ডি.এল.এড ও ডি.এড প্রশিক্ষিতদের প্রাথমিক স্কুলে নিয়োগ করা উচিত বলে পর্যবেক্ষণ বিচারপতিদের।

পরিসংখ্যান বলছে, বিভিন্ন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বি.এড ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যাও নেহাত কম নয়। কারণ, এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী, শুধু বি.এড-রা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন। কিন্তু ডি.এল.এডদের সেই সুযোগ ছিল না। তাঁরা শুধু প্রাথমিকেই সুযোগ পেতেন। এনসিটিই-র ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন ডি.এল.এড-রা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ডি.এড বা ডি.এল.এড ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য নির্দিষ্ট। আর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বি.এড বাধ্যতামূলক। তাই চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট কোর্স থাকা প্রয়োজন। কারণ, বি.এড-দের প্রাথমিকের চাকরিতে সুযোগ দেওয়া হলে বঞ্চিত হবেন ডি.এল.এড-রা।

Stay Connected

Advt.

%d bloggers like this: