মীযান ডেস্ক: আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি দিলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় নেতা মাওলানা আব্দুল বাসিত আনোয়ার সাহেব। তিনি ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন আমীরে হালকা। পরে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে গিয়ে তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য গড়ে ওঠে। তার আগে তিনি দক্ষিণ ভারতের ওই রাজ্যের আমীরে হালকার দায়িত্বে ছিলেন এবং সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। এছাড়াও সর্বভারতীয় স্তরে অর্থাৎ মারকাযের তরবিয়াত বিভাগের সেক্রেটারী হিসেবে জিম্মাদারী সামলান। নয়াদিল্লি থেকে জামাআতের মারকাযের বিবৃতি জানানো হয়েছে, একামতে দ্বীনের আন্দোলনে মাওলানা আব্দুল বাসিত আনোয়ার ছিলেন এক নিরলস সাধনারত নেতা। তিনি খুব সরল সাদাসিধে জীবন যাপন করতেন। খুবই উদারচেতা মানসিকতার মানুষ ছিলেন। যৌবনকাল থেকেই তিনি ইসলামী আন্দোলন তথা জামাআতে ইসলামীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।
জামাআতের ছাত্র সংগঠন এসআইও প্রতিষ্ঠার আগে ছিল স্টুডেন্টস ইসলামী ইউনিয়ন (এসআইইউ)। তিনি সেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি ছিলেন। ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজ্য স্তরের আমীরে হালকার দায়িত্ব পালনের পর পর্যায়ক্রমে তিনি কেন্দ্রীয় মারকাযের বিভিন্ন বিভাগে গুরুদায়িত্ব পালন করেন। আমীরে জামাআত সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ইন্তেকালে শোকজ্ঞাপন করেছেন। একইসঙ্গে দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুম বাসিত সাহেবকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।
আমীরে হালকা ডা. মসিহুর রহমানও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রব্বুল আলামীন যেন মরহুম মাওলানা আব্দুল বাসিত আনোয়ার সাহেবের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তাঁর আহালবর্গকে সবরে জামিল দান করেন।