মীযান ডেস্ক: গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছে ভারত। এখন চাঁদের মাটিতে তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে রোভার প্রজ্ঞান। এই অনন্য সাফল্যের পর এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র পাখির চোখ সূর্য। প্রবল আত্মবিশ্বাসে ভর করে এবার তাদের লক্ষ্য সৌর অভিযান। তার প্রস্তুতিই এখন চলছে জোরকদমে। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে সূর্য অভিমুখে পাড়ি দেবে কৃত্রিম উপগ্রহ আদিত্য-এল ১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি ৫৭ রকেটের মাধ্যমে রওনা দেবে আদিত্য। প্রায় দেড় হাজার কেজি ওজনের এই গবেষণাধর্মী কৃত্রিম উপগ্রহে থাকবে সাতটি পে-লোড। যার মাধ্যমে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে বিভিন্ন তরঙ্গব্যান্ডে পর্যবেক্ষণ করা হবে। ইসরো আরও জানিয়েছে, সূর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য এটিই প্রথম মহাকাশভিত্তিক গবেষণাগার। সূর্যের কর্মকাণ্ড এবং মহাকাশের আবহাওয়ার উপর তার প্রভাব বিশ্লেষণ করে দেখবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আদিত্য। তবে সরাসরি সূর্যের কাছে নয়, এই মহাকাশযানকে পাঠানো হবে একটি কৌশলগত কক্ষপথে। যার নাম ল্যাগরেঞ্জ পয়েন্ট এল-১। পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার। এই বিশেষ পয়েন্টে পৌঁছতে আদিত্য-এল ১ সময় নেবে ১০০ দিন। জানা গিয়েছে, আদিত্য এল-১ সূর্য-পৃথিবীর মাঝখানে এল-১ পয়েন্টের চারপাশে একটি ‘হ্যালো’ কক্ষপথে অবস্থান করবে। যাতে কোনওরকম গ্রহণ বা মহাজাগতিক ঘটনার দ্বারা প্রভাবিত না হয়ে একটানা সূর্যের উপরে নজরদারি চালানো যায়।