ইরান হয়ে সৌদি যাচ্ছে প্রথম বাণিজ্যিক রুশ ট্রেন

মীযান ডেস্ক: সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। প্রথমবারের মতো এ ধরনের পণ্যবাহী ট্রেন ইরানের ভূখণ্ডে প্রবেশ করল। এই ট্রানজিট কার্গোটি শনিবার তুর্কমেনিস্তান-সংলগ্ন ইনচেহ-বরুন সীমান্ত ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। এটি এখন বন্দর আব্বাসে যাচ্ছে। সেখান থেকে সৌদি আরব যাবে।

গুলিস্তান প্রদেশের কাস্টমস বিভাগের ডাইরেক্টর শাহরিয়ার জানিয়েছেন, ট্রেনটির ৩৬টি কন্টেনার রয়েছে। এটি ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর-এর অংশ হিসেবে এই পথ অতিক্রম করেছে। এই রুটটি পণ্য সরবরাহে কয়েক দিন সময় কমাবে। আর এতে কাস্টমস খরচা অর্ধেকে নেমে আসবে।

রুশ সংবাদ সংস্থা স্পুনটিক জানায়, ট্রেনটি রাশিয়ার চেলিবিনক্স থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরান হয়ে নথ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে পথ অতিক্রম করে। রিয়াদে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ফেব্রুয়ারির মাঝামাঝি এক সাক্ষাতকারে বলেছিলেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে বাণিজ্য বিনিময় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। বর্তমানে তা ১.৬ বিলিয়ন ডলারে রয়েছে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: