শামসেরগঞ্জে অনুষ্ঠিত হল “সমসাময়িক পরিস্থিতি ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার, উদ্যোক্তা জামাআতে ইসলামী হিন্দ

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের উদ্যোগে ডাকবাংলায় অবস্থিত 'দ্য স্কলারস ইনস্টিটিউট'-এ অনুষ্ঠিত হল এক মহতী সেমিনার। যার মূল আলোচ্য বিষয় ছিল "সমসাময়িক পরিস্থিতি ও আমাদের করণীয়"। এতে সভাপতিত্ব করেন জামাআতে ইসলামী হিন্দের আমীরে হালকা ডা: মসিহুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শরীয়াহ কাউন্সিলের সেক্রেটারি ড: রযিউল ইসলাম নাদভী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক।

এছাড়াও অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামীর রাজ্য সম্পাদক মশিউর রহমান, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা এ.এফ.এম খালিদ, মুর্শিদাবাদের জেলা নাযিম সামসুল আলম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মানারুল হক কাসেমী প্রমুখ। সঞ্চালনা করেন জামাআতে ইসলামীর সামশেরগঞ্জের সহকারী ব্লক নাযিম আব্দুল বাসির।

এই মহতী সেমিনারে অংশগ্রহণকারী আলোচকদের বক্তব্যে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক উঠে আসে। দেশ, জাতি ও সামাজিক সংকটের নানা দিক তুলে ধরেন তাঁরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ ও পন্থা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন বক্তারা। শিক্ষায় অগ্রগতি, সামাজিক কার্যক্রমে আরো বেশি করে অংশগ্রহণ, যুবসমাজের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐক্য, যুব সমাজকে বেহায়াপনা ও অশ্লীলতা থেকে মুক্ত করা ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।

'মিল্লাতের ক্ষমতায়ন' বিষয়ে অনেকেই আলোকপাত করেন। আর্থিক দুর্বলতা তথা দারিদ্র্য দূরীকরণ, রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে অন্যায় ও অপকর্মকে প্রতিরোধ করা ইত্যাদি বিষয়ে জোর দেয়া হয়। এলাকার শুভবুদ্ধিসম্পন্ন বহু মানুষ এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারটি সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করেন সহকারী ব্লক নাযিম আনসার আলী।

Stay Connected

Popular News

Advt.

%d bloggers like this: