পয়লা বৈশাখ হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, রাজ্যের জন্য ‘পৃথক জাতীয় সংগীত’ রচিত হোক, প্রস্তাব বিধানসভার স্পিকারের

মীযান ডেস্ক:  বিজেপির প্রস্তাবিত ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে মানতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা চাইছে, পয়লা বৈশাখের মতো শুভ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করতে। সেই মর্মে সোমবার বিধানসভায় প্রস্তাব দেওয়া হল পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির তরফে। এই নিয়ে রাজনৈতিক তরজা বন্ধে বিষয়টি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। পাশাপাশি, বিধানসভার স্পিকারের প্রস্তাব, শুধু একটি দিন পালনই নয়, জাতীয় সংগীতের আদলে পশ্চিমবঙ্গের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’। এজন্য বেশ কয়েকটি গানও ভাবা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলাদা কমিটি তৈরি হতে পারে।

সোমবার বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ দিবস’ দিনটির প্রস্তাবিত তারিখ হিসেবে পয়লা বৈশাখের কথা বলে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি। এই কমিটির চেয়ারম্যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া কমিটিতে রয়েছেন ইতিহাসবিদ সুগত বসু। তিনিও পয়লা বৈশাখ দিনটিকেই সমর্থন জানিয়েছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, “বিভিন্ন রাজ্যে নিজেদের সংগীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনও সংগীত নেই। একটা জাতীয় সংগীত গোটা দেশের জন্য প্রযোজ্য। তবে অন্য রাজ্যের ক্ষেত্রে নিজের সংগীত রয়েছে। পশ্চিমবঙ্গের জন্যও এমন যদি কোনও গান তৈরি হয়, তা হলে ভালই হয়।”

বিধানসভা সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি গান নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ কমিটির সদস্যরা। বিধানসভা সূত্রে খবর, ‘রাজ্য সংগীত’ বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু – এই কয়েকটি রাজ্যের আলাদা ‘রাজ্য সংগীত’ আছে। এবার বাংলাতেও তা হতে চলেছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: