মীযান ডেস্ক: এনডিটিভি-র পর এবার আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। সূত্রের খবর, আইএএনএস-এর (ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস) সিংহভাগ শেয়ার কিনে নিল আদানি কোম্পানী। ফলে বকলমে ওই সংবাদসংস্থার নিয়ন্ত্রণও আদানি গোষ্ঠীরা হাতেই চলে গেল। সূত্রের খবর, আদানিদের মিডিয়া কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস-এর ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। আইএএনএস হল এএনআই, পিটিআইয়ের মতোই বড় মাপের ভারতীয় সংবাদসংস্থা। এরা আবার অন্যান্য সংবাদসংস্থাকেও খবর সরবরাহ করে। এদের সবার সদর দপ্তর নয়াদিল্লিতে। আদানিদের এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা। এবার সংস্থার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পলিসি মেকিং সবকিছুই ঠিক করবে আদানি গোষ্ঠী। উল্লেখ্য, এই নিয়ে তিনটি বড় সংবাদমাধ্যম অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। তারা প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম কিনেছিল। তারপর গত বছর এনডিটিভি-র সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেশে সংবাদমাধ্যমও কি ক্রমশ কর্পোরেট গোষ্ঠীর ছাতার তলায় চলে যাচ্ছে। তাহলে তো সংবাদমাধ্আযমের নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আদানি কোম্পানীর প্রতিদ্বন্দ্বী আম্বানিরা সংবাদমাধ্যমের জগতে রীতিমতো মহীরুহ হয়ে উঠেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের মালিকানা রয়েছে তাদের হাতে। এবার ধীরে ধীরে সেদিকেই পা বাড়াচ্ছে আদানি গোষ্ঠীও।