মীযান ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ একাডেমি। এবার উচ্চমাধ্যমিকে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উজ্জ্বল ফলাফল করেছে। এবছর এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৪৩ জন এবং কলা বিভাগে ২৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল। বিজ্ঞান বিভাগে ৮৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩ জন। ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১৫ জন। সকলেই ৬৫ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছে। অন্যদিকে কলা বিভাগে ৮৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩ জন। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯ জন। ৬৫ শতাংশের বেশি পেয়েছে ১৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছে মনোয়ার হোসেন (৮৬.৬ শতাংশ)। কলা বিভাগে প্রথম হয়েছে মাহমুদ হোসেন (৮৭.৪) শতাংশ।![]()
প্রতিষ্ঠানের সম্পাদক সহরাব আলি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি আদর্শ অ্যাকাডেমি প্রতিষ্ঠা ও পরিচালনা ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখা দুই ব্যক্তি, সমাজসেবী ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন এবং আইএএস নুরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বি.দ্র.- ছবিতে বিজ্ঞান বিভাগে প্রথম স্থানাধিকারী মনোয়ার হোসেন (৮৬.৬ শতাংশ) ও কলা বিভাগে প্রথম মাহমুদ হোসেন (৮৭.৪) শতাংশ

প্রতিষ্ঠানের সম্পাদক সহরাব আলি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি আদর্শ অ্যাকাডেমি প্রতিষ্ঠা ও পরিচালনা ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখা দুই ব্যক্তি, সমাজসেবী ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন এবং আইএএস নুরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বি.দ্র.- ছবিতে বিজ্ঞান বিভাগে প্রথম স্থানাধিকারী মনোয়ার হোসেন (৮৬.৬ শতাংশ) ও কলা বিভাগে প্রথম মাহমুদ হোসেন (৮৭.৪) শতাংশ