ভোট ঘোষণা হলেই এনডিএ ছাড়ার হিড়িক পড়বে: নীতীশ

মীযান ডেস্ক: আসন্ন লোকসভা ভোটে বিহারে সাফ হয়ে যাবে বিজেপি। শুক্রবার এমনই দাবি করলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর পূর্বাভাস, ভোট ঘোষণা হলেই পদ্ম শিবির ছেড়ে ‘ইন্ডিয়া’ শিবিরে যোগ দেবে বহু দল। নীতীশের উদ্যোগেই বিরোধীদের মহাজোট ‘ইন্ডিয়া’ শিবিরের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। শুক্রবার তিনি বলেন, ‘২৬টা বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গঠন করায় ভয়ে কাঁপছে বিজেপি।’ আর মাস ৬-৭ পর লোকসভা ভোট ঘোষণা হলে বিজেপির এনডিএ জোট ছাড়ার হিড়িক পড়ে যাবে। ধরে রাখতে পারবে না বিজেপি।

তাহলে কি এবার বিজেপির পরাজয় নিশ্চিত? সাংবাদিকদের এই প্রশ্নে নীতীশের প্রত্যয়ী জবাব, ‘বিলকুল। দেশের ভালো চেয়ে আমরা সবাই হাত মিলিয়েছি। অনেক দল ভয়ের কারণে এখনও ওদের (বিজেপি) সঙ্গে রয়েছে। আমি এখনই নাম করব না। ভোট ঘোষণা হলেই তারা আমাদের দিকে চলে আসবে।’ মণিপুর কাণ্ডে সংসদে অনাস্থা প্রস্তাবের পক্ষে অর্থাৎ মোদি সরকারের বিরুদ্ধেই এদিন জোরালো সওয়াল করেন নীতীশ। তাঁর মতে, এই অনাস্থার মাধ্যমে জ্বলন্ত ইস্যুটিকে মানুষের নজরে আনার কাজে বিরোধী শিবির একশো শতাংশ সফল হয়েছে। তা নাহলে মোদিজী মণিপুর নিয়ে কখনোই মুখ খুলতেন না। পার্লামেন্টে তাকে মুখ খোলাতে বাধ্য করেছে বিরোধীরা। এটাই আমাদের নৈতিক জয় বলে দাবি করেন নীতিশ।

মোদি প্রসঙ্গে নীতিশ বলেন, অনাস্থা প্রস্তাব নিয়ে তিনদিন ধরে অধিবেশন চললেও প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসেননি। শেষদিন জবাবী ভাষণ দিতে আসেন। তিন মাস ধরে মণিপুরে অশান্তির দাবানল জ্বললেও তিনি মণিপুর না গিয়ে বিভিন্ন দেশ ঘুরছেন। এই অহমিকা, সংসদদের প্রতি এই অবহেলা ২০২৪ এর লোকসভা ভোটে মানুষ উচিত শিক্ষা দেবে বিজেপিকে। ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট।

Stay Connected

Advt.

%d bloggers like this: