ভোটে জিততে রামমন্দির ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপাতে পারে, সত্যপাল ও উদ্ধবের পর এবার কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ

মীযান ডেস্ক: নির্বাচনে ফায়দা তুলতে দেশজুড়ে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে রামমন্দিরও ধ্বংস করে দিতে পারে বিজেপি – এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কর্ণাটকের কংগ্রেস নেতা বি.আর পাটিল। তাঁর দাবি, সেই ভয়্ঙ্কর ঘটনা এবং অগ্নিগর্ভ পরিস্থিতিকে হাতিয়ার করেই মোদি তথা বিজেপির ভোটব্যাঙ্ক ফের উপচে পড়বে।

কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা সত্যপাল মালিক মাস দেড়েক আগে বলেছিলেন, যাদের গাফিলতিতে পুলওয়ামার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তারা ভোটের জন্য রামমন্দিরে হামলা চালিয়ে দাঙ্গা বাধাতেও পারে। তার মাস খানেক পর শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, রামমন্দির উদ্বোধনের পর সাধু-সন্তদের ফেরার ট্রেনে আগুন লাগিয়ে দিয়ে গোধরা-২ ঘটাতে পারে বিজেপি। এবার সত্যপাল মালিক ও উদ্ধব ঠাকরের কথারই পুনরাবৃত্তি করলেন কর্ণাটকের কংগ্রেস নেতা বি.আর পাটিল।

রামমন্দির নির্মাণকে সামনে রেখেই একাধিক রাজনৈতিক প্রকল্পের পালে হাওয়া দিয়েছিল গেরুয়া শিবির। আসন্ন নির্বাচনে, আবারও সেই রামমন্দিরকেই হাতিয়ার করবে বিজেপি। অনেক আগে থেকেই তিথি নক্ষত্র দেখে তাই অযোধ্যার এই মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঠিক করেছে নাগপুর তথা আরএসএস। সেই দিন হবে মূলত নরেন্দ্র মোদি হবেন প্রধান পুরোহিত। আপাদমস্তক গেরুয়া বসনে তিনি সত্যিকার অর্থে যোগী সাজবেন। সেই পোশাক নিয়ে অনেক চর্চা ইতিউতি শোনা যাচ্ছে। এমতাবস্থায় কংগ্রেসের দাক্ষণাত্যের নেতার অভিযোগ, আর রামমন্দির নির্মাণ নয়, এবার বিজেপির অস্ত্র হবে রাম মন্দির ধ্বংস।

চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার ক্ষমতা দখলের লক্ষ্যেই রামমন্দিরকে নতুনভাবে ব্যবহার করতে পারেন মোদি – এমনটাই দাবি পাটিলের। তার কথায়, নির্বাচনের আগেই বোমাবাজি করে রামমন্দির উড়িয়ে দেওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা দুই-ই রয়েছে। আর সেই কাজ করবে বিজেপির লোকেরাই। তবে ঘটনার দায় চাপানো হবে মুসলিমদের উপর। আর এই ইস্যু সামনে রেখেই আসন্ন লোকসভা নির্বাচনে জিতবেন নরেন্দ্র মোদি। সব ছক কমপ্লিট।

পাটিলের সাফ দাবি, এহেন নাশকতামূলক কাজ করেই হিন্দুত্ববাদের পালে হাওয়া দিতে পারে গেরুয়া শিবির। যা মুসলিমবিদ্বেষ বাড়িয়ে হিন্দু ভোটকে একজোট করবে এবং সব হিন্দু ভোট যাবে ‘মোদি’ ব্যাঙ্কেই। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়। পাটিলকে পালটা তোপ দেগে গেরুয়া শিবিরের দাবি, হিন্দুত্ববাদের ভিতে বারবার আঘাত করাই বিরোধীদের অভ্যাস হয়ে উঠেছে। এবার তাদের কু-নজর পড়েছে রামমন্দিরের উপর। সম্প্রতি ডিএমকে নেতা স্ট্যালিনের পুত্র উদয়নিধি, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর, এ রাজা প্রমুখ ‘সনাতন ধর্ম’ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপি সেগুলোকে গায়ে মেখে নিয়ে চটজলদি জবাবও দিয়েছে। এবার পাটিলের নয়া মন্তব্যে তাদের পালটা তোপ, আসলে সাম্প্রদায়িক অশান্তিকে উসকে দিতে রামমন্দিরকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেসই, আর সে কথাই মুখ ফসকে বলে ফেলেছেন কংগ্রেস নেতা পাটিল।

Stay Connected

Popular News

Advt.

%d bloggers like this: