মীযান ডেস্ক: বিশ্ব অর্থনীতির জন্য বিরাট ঝুঁকি তৈরি করেছে আমেরিকা সরকারের ক্রমবর্ধমান ঋণের বোঝা। বর্তমানে বাইডেন সরকারের মোট ঋণ বেড়ে হয়েছে ৩৪ ট্রিলিয়ন ডলার, যা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলেছে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২,৮৩,৫২,৯২,৩০,০০,০০,০০০ টাকা।
জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে গত বছর আমেরিকায় রীতিমতো আর্থিক অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। কোনো রকমে তা থেকে উতরে গেলেও শঙ্কা দূর হয়নি। বরং দেশটির অর্থনীতি এখনও চরম বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ বছরেও অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সমস্যা হচ্ছে, দেশটির অর্থনীতিতে যেকোনো ধরনের বিপর্যয় দেখা দিলে তার পুরো প্রভাব পড়বে ডলারের ওপর। আর এতে ক্ষতিগ্রস্ত হবে ডলারের ওপর নির্ভরশীল সারা বিশ্বের অর্থনীতি।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইউক্রেন ও ইসরাইলকে বিপুল অর্থ ও অস্ত্র সাহায্য দিতে গিয়েই আমেরিকার ঋণের পরিমাণ হু হু করে বাড়ছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের আমলে মার্কিন মুলুকে শাটডাউন বা আর্থিক দেউলিয়া দশা। এককথায় বলতে গেলে, বাইডেনের আমেরিকা এখন ধার করে ঘি খাচ্ছে। এটাই সে দেশের বিরোধী রিপাবলিকান পার্টির গাত্রদাহের কারণ হয়েছে। তাদের অভিযোগ, ভিন দেশের যুদ্ধে বিপুল সাহায্য দিয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। আর দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে।