নাটের গুরু আমেরিকা, তাই বিশ্বজুড়ে অস্থিরতা: চীনা বিদেশমন্ত্রী

মীযান ডেস্ক: বিশ্বজুড়ে এত অশান্তি, এত অস্থিরতা কেন? এর জবাব দিতে গিয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াই ই বললেন, নাটের গুরু আমেরিকা। এই দেশটি বিশ্বজুড়ে দাদাগিরি চালানোর কারণেই পৃথিবীর সর্বত্রই অশান্তি, অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার সিঙ্গাপুর সফরে গিয়ে ওয়াং আরও বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এসব মন্তব্য করেন। চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অশুভ শক্তিকে ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান তিনি।

ওয়াং বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সমর্থন জারি রেখে চলেছে। এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করছে এবং প্রমাণ হবে, আমেরিকা সারা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

তাঁর কথায়, চীনের উন্নতি সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে। আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীন-সহ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে সহ্য করতে পারছে না।

চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং এসব কথা বললেন। ওই নিষেধাজ্ঞার ফলে ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের দূরত্ব আরও বেড়ে গেছে। ওয়াশিংটনস্থিত চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও মার্কিন কোম্পানিগুলো এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

Stay Connected

Advt.

%d bloggers like this: