দীর্ঘ ১৫ মাস পর জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

মীযান ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব কারাগার থেকে মুক্তি পেলেন। দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর ১১ মার্চ সোমবার মুক্তি পেলেন তিনি। উল্লেখ্য, তাঁকে ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। আজ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সরকার তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘ ১৫ মাস কারাগারে আটক রেখে অনেক কষ্ট দিয়েছে। তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিন পেলেন। এটা আমাদের নৈতিক জয়। আজ কাশিমপুর সেন্ট্রাল জেল বা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে রিসিভ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরীর আমীর জামাল উদ্দিন প্রমুখ বিশিষ্ট জামায়াত নেতৃত্ব।

Stay Connected

Advt.

%d bloggers like this: