মীযান ডেস্ক: 'সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট: পশ্চিমবঙ্গ' এর উদ্যোগে রাজ্যজুড়ে চলছে এক অভিনব ক্যাম্পেইন বা প্রচারাভিযান। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। “কল্যাণ ও নেকীর কাজে তৎপর থাকো” এই শিরোনামে বিভিন্ন জেলায় পথসভা, জনসভা, যুবকদের নিয়ে বৈঠক, জুম্মায় খুতবা, চা-চক্র ইত্যাদির মাধ্যমে যুব সমাজের মধ্যে দ্বীন ইসলামের প্রচার চালাচ্ছে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট। এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি জানিয়েছেন, দ্বীনের কাজে যুবকদেরকে উৎসাহিত করতে উপযুক্ত পরিবেশ প্রদানে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট প্রতিশ্রুতিবদ্ধ। নৈতিক ও সামাজিক অবক্ষয় এবং সর্বোপরি অপসংস্কৃতির অন্ধকার থেকে মুক্তি দিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে যুবকদের নবজীবন উপহার দেওয়ার লক্ষ্যে এই সংগঠন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বীন ইসলামের প্রচার ও যুবকদের জীবনকে গঠনমূলকভাবে গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট পক্ষকালব্যাপী এই প্রচারাভিযান পরিচালনা করছে। বিভিন্ন জেলা থেকে ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে। উক্ত ক্যাম্পেইনের মধ্য দিয়ে এই সংগঠন উন্নয়নশীল সমাজ গঠনে, যুব সমস্যার দূরীকরণে, দুর্নীতি মুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট-এর সঙ্গে নিজেকে যুক্ত করার আহ্বান জানাচ্ছে বলেও জানান তিনি।