বিজেপি ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫! লোকসভার ফল আগাম জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মীযান ডেস্ক: চতুর্থ দফার ভোটের দিনই লোকসভার ফলাফল আগাম ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চতুর্থদফা ভোটের দিন উত্তর ২৪ পরগনার বানগাঁয় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বড়জোর ১৯৫ আসন পেতে পারে। তার বেশি নয়। আর বিরোধীদের ইন্ডিয়া জোট পেতে পারে ৩০০-৩১৫ আসন। তাঁর দাবি, “এখনও পর্যন্ত যা হিসাব, তাতে ভোট খুব ভাল হচ্ছে। আর সেটা বুঝেই বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে, এ বার আর দিল্লিতে মোদিবাবু ফিরছেন না।” মমতা বলেন, “আমাদের কাছে এ ব্যাপারে পুঙ্খানপুঙ্খ হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে বিজেপি কোনমতেই ২০০ পার করতে পারবে না। আব কি বার ৪০০ পার তো অনেক দূরের গল্প।”

এদিন বনগাঁর সভা থেকে মমতা সুর চড়িয়ে বলেন, “মোদিবাবু যায়েগা। দিদি তো এখানে আপনাদের সঙ্গে আছেই। দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে।” হিসাব কষে তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন, “আজকে চতুর্থদফায় যে ভোট চলছে, তার হিসাব এখনও জানি না। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাতে বলে দিতে পারি, বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে। আর ‘ইন্ডিয়া’ জোট পাবে ৩০০-৩১৫ আসন।”

এবার লোকসভায় ৪০০ পারের স্লোগান দিয়ে নেমেছে বিজেপি। তবে তিন দফার ভোটের পর অনেকটাই সেই স্বর স্তিমিত। গতকাল সোমবার পশ্চিমবঙ্গে ৪ জায়গায় সভা করেন মোদি। কিন্তু সেই চেনা সুর, ঝাঁজ নেই বক্তব্যে, দম্ভ আর আস্ফালনও অনেকখানি স্তিমিত। বরং এদিন তাঁর গলায় খুবই নরম সুর শোনা গিয়েছে। এদিন বক্তব্যে আচমকা নিজের উত্তরাধিকারীর প্রসঙ্গ টেনে আনতেই মোদিকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে মিডিয়া। বলা হচ্ছে, বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। অন্যদিকে প্রথম তিন দফার ভোটের পর অনেকটাই চাঙ্গা বিরোধী শিবির।

Stay Connected

Advt.

%d bloggers like this: