মিজোরামে বিজেপি-২, কংগ্রেস-১: সব হিসেব উল্টে দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন লালডুহোমা

মীযান ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ (এমএনএফ)-কে পরাজিত করে জয়লাভ করেছে ৬ দলের সম্মিলিত জোট ‘জোরাম পিপলস মুভমেন্ট’ (জেডপিএম)। সোমবার ভোট গণনার পর দেখা যায় ৪০ আসনের বিধানসভায় জেডপিএম ২৭টা আসনে জয়ী হয়েছে। এই রাজ্যে বিজেপি ও কংগ্রেস – দুই বড় দলই তুলনামূলক অনেকটাই দুর্বল।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে রবিবার ফলাফল ঘোষণা হয়। তাতে দেখা যায় হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি জয় পেয়েছে। এবং দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস। অর্থাৎ উত্তর ভারতে কংগ্রেস আরও দুর্বল হয়েছে। দক্ষিণে বিজেপি একরকম ফিকে হয়ে গেছে।

আর সোমবার ভোট গণণার পর দেখা গেল মিজোরামে ২৭ আসন পেয়েছে জোরাম পিপলস মুভমেন্ট। বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল এমএনএফ জয়ী হয়েছে ১০টি আসনে। বিজেপি জিতেছে মাত্র ২টি, আর কংগ্রেস পেয়েছে একটি মাত্র আসন। গতবার কংগ্রেস পেয়েছিল ৫।

মিজোরামে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন জেডপিএম নেতা লালডুহোমা। ২০১৮ সালেই মিজোরামে দু’দশকের দ্বিমেরু রাজনীতির প্রথা ভেঙে দিয়েছিলেন তিনি। কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দখল করেছিলেন বিরোধী দলনেতার পদ। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর সাবেক প্রধান আইপিএস অফিসার লালডুহোমা। রাজনৈতিক জ্ঞান ও দূরদর্শিতা দেখে ইন্দিরা ১৯৮৪ সালে লালডুহোমাকে মিজোরামে দায়িত্ব দিয়ে পাঠান। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভার সাংসদ হন লালডুহোমা। দায়িত্ব পান প্রদেশ কংগ্রেস সভাপতিরও।

Stay Connected

Advt.

%d bloggers like this: