পুরুষদের লিঙ্গ চেক করার প্রস্তাব দিয়ে সিএএ ইস্যুতে নয়া বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথাগত রায়

মীযান ডেস্ক: অশালীনতার পাশাপাশি ধর্মীয় ভেদাভেদকে উস্কে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি নেতা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিরুদ্ধে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বলে প্রতিবেশী তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে কেউ যদি মিথ্যা ধর্মীয় পরিচয় দিয়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেন তাহলে কোন পন্থায় চিহ্নিত করা হবে তাঁকে? মোদি সরকারকে তার সমাধান বাতলে দিয়ে চরম বিতর্কিত মন্তব্য করলেন তথাগত রায়। নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের লিঙ্গ বা যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুললেন তিনি। সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এই চরম অশালীন, অবমাননাকর ও আপত্তিজনক পরামর্শও দিয়েছেন তথাগত। তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল। তৃণমূল কংগ্রেস  বলেছে, তথাগতর মন্তব্য রুচিহীন, অশালীন। দেশে ধর্মীয় বিভাজন চরমভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছেন উনি। এভাবে তিনি সংঘ পরিবার তথা আরএসএস-এর কাছে আসার চেষ্টা করছেন, যাতে আগামী দিনে বড় কোনও পদ পাওয়া যায় বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীরা।

তাঁর বক্তব্যে স্পষ্ট যে অবৈধভাবে ভারতে এসে বসবাসকারী মুসলিমদের নাগরিকত্ব আটকাতেই এ কথা বলেছেন। অবৈধভাবে ভারতে বসবাসরত মুসলিমদের কীভাবে চিহ্নিত করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এই পরিস্থিতিতে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার পরামর্শ যে শুধুমাত্র মুসলিমদের জন্য, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ, মুসলিম পুরুষদের সুন্নৎ করে লিঙ্গের অগ্রভাগ ছেদন করা হয়।  ইসলামী বিধান ও চিকিৎসা শাস্ত্র মতে, এর ফলে যৌনাঙ্গকে সংক্রমণ মুক্ত রাখা সহজ হয়। তথাগতর দাবি অনুযায়ী, এভাবে পুরুষাঙ্গ পরীক্ষা হলে মুসলিম পুরুষদের সহজে ধরে ফেলা সম্ভব।

তবে ওয়াকিবহাল মহলের মতে, শুধুমাত্র মুসলিমদের নয়, বহু অমুসলিমেরও সুন্নৎ করাতে হয় প্রয়োজন অনুযায়ী। যাদের ফিমোসিস রয়েছে তাঁদের পুরুষাঙ্গের উপরের চামড়া জোড়া থাকে। তখন অপারেশন করে যৌনাঙ্গের উপরের চামড়া কেটে ফেলা হয়। সেক্ষেত্রে তাঁদের ধর্মীয় পরিচয় কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, ২০০২ সালে গুজরা দাঙ্গার সময়ে মুসলিমদের উপর হামলার সময় এভাবেই পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার অভিযোগ উঠেছিল।

Stay Connected

Advt.

%d bloggers like this: