মীযান ডেস্ক: শুধু ইলেক্টোরাল বন্ডই নয়; বিভিন্ন রকম অনুদানের ক্ষেত্রেও অন্যান্য দলকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছে বিজেপি। গত কয়েক বছর এই প্রবণতাই জারি রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষেও এর ব্যতিক্রম হল না। নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, অনুদান বাবদ চলমান অর্থবর্ষে বিজেপির কোষাগারে ঢুকেছে ৭১৯ কোটি ৮৩ লক্ষ টাকা। আগের বছর যা ছিল ৬১৪ কোটি টাকা। এবার এর পরিমাণ প্রায় ১৭ শতাংশ বা ১০৫.৮৩ কোটি বেশি। অন্য দলগুলি ইনকামের দিক থেকে বিজেপির ধারেকাছেও নেই।
উল্টে কংগ্রেসের অনুদান এবার আরও কমে গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে কংগ্রেসের তহবিলে অনুদান এসেছিল ৯৫ কোটি ৪০ লক্ষ টাকা। এ বছর তা কমে হয়েছে ৭৯ কোটি টাকা। বিজেপি এবং অন্য তিনটি জাতীয় দলের বার্ষিক অনুদানের রিপোর্ট সম্প্রতি ওয়েবসাইটে আপলোড করেছে নির্বাচন কমিশন। চেক, ব্যাঙ্ক ট্রান্সফার, অনলাইন লেনদেন ও ইউপিআই পেমেন্টের মাধ্যমে ২০ হাজার টাকা ও তার বেশি অনুদানের বিস্তারিত তথ্য রয়েছে এই রিপোর্টে। ব্যক্তিগত ছাড়াও অনুদান এসেছে ইলেক্টোরাল ট্রাস্ট, কোম্পানি ও অ্যাসোসিয়েশন থেকে।