মীযান ডেস্ক: কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি এ.পি বিদ্যালয় প্রাঙ্গনে ব্লাড ডোনেশন ক্যাম্প বা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জামাআতে ইসলামী হিন্দ কোচবিহার জেলা শাখার উদ্যোগে এবং মেডিকেল সার্ভিস সোসাইটির সহযোগিতায় এই মহতী উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুভারম্ভ করেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. মিরাজউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ি এ.বি হাইস্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, এ.পি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কোচবিহার জে
লার সভাপতি রফিউদ্দিন সাহেব ও সহকারী জেলা সভাপতিদ্বয়।
জাতি-ধর্ম নির্বিশেষে মহিলা-পুরুষ মিলিয়ে এদিন মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আমন্ত্রিত অতিথিরা জামাআতে ইসলামীর বহুমুখী সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, এই ধরনের মানবসেবামূলক রক্তদান শিবির সহ অন্যান্য সামাজিক উদ্যোগ আরও বেশি বেশি করে গ্রহণ করা উচিত। আঞ্চলিক নাযিম সেকেন্দার আলী সকল রক্তদাতা ও শিবিরের আয়োজন সাথীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।