মীযান ডেস্ক: হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইজরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান সব দিক থেকেই সম্প্রসারণ করেছে। সোমবারও টানা চতুর্থ দিনের মতো ব্যাপক হামলা চালিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএএফ। এতে তিন দিনে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এদিকে সোমবার সকালে আরও ২০টি এলাকা খালি করার নির্দেশ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে ইহুদি সেনারা। গাজার উত্তরের অভিযান শেষ করে তারা এখন ক্রমেই দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় স্থল অভিযান বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ–এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। তিনি এও জানিয়েছেন, ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ১০ হাজার দফায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। গতকাল সোমবার গাজায় ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
ইজরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি জানিয়েছেন, তারা মোট ৮০০ উঁচু স্থাপনাকে টার্গেট করেছিল। ইতিমধ্যেই ৫০০টি ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেসামরিক এলাকায় অনেক সুড়ঙ্গ, রাস্তাও ধ্বংস করা হয়েছে। এ দিকে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেছেন, প্রতি ১০ মিনিটে একটি করে বোমা ফেলা হচ্ছে গাজায়। এখানে হাসপাতাল, আশ্রয় শিবির বা অন্য কোথাও কেউ নিরাপদ নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা জানিয়েছেন, এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১৫,৫২৩ জন। ৪১,৩১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।