ব্রাইট ফিউচার একাডেমির গুণীজন সংবর্ধনা ও আপার সেকশন উদ্বোধন

মীযান ডেস্ক: মূল্যবোধভিত্তিক একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট ফিউচার একাডেমি। নার্সারি থেকে চতুর্থ শ্রেণি অতিক্রম করে আপার সেকশনে
অন্তর্ভুক্ত হল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এ বছর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেয়া হবে এরপর পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন ব্রাইট ফিউচার একাডেমির কর্মকর্তারা।

বিশিষ্ট সাহিত্যিক আব্দুর রাজ্জাক সাহেবের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভিক ভাষণে ব্রাইট ফিউচার একাডেমির প্রধান শিক্ষক সেখ আলিশা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক সেখ নাসির আহমদ সাহেব। তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য মানপত্র ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি তাঁর বক্তব্যে সমরুকএর ইতিহাস বর্ণনা করেন এবং ব্রাইট ফিউচার একাডেমির মাধ্যমে সমরুক শিক্ষার নতুন দিগন্ত খুলবে বলে আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে একাডেমির যে আদর্শ নৈতিক চরিত্রসম্পন্ন মানুষ গড়ে তোলার শিক্ষা প্রতিষ্ঠান তা বুঝিয়ে বলেন। গরিব, দুস্থ এবং নিরক্ষর পরিবারের ছেলেমেয়েরাও যে সাফল্য পেতে পারে, তার বাস্তব উদাহরণ দেখান এবং ব্রাইট ফিচার একাডেমি সেই লক্ষ্য পূরণেই কাজ করবে বলে জানান ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান। একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার ফজলুর রহমান আল আমিন মিশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সফলতার কথা ব্যক্ত করেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেরিটেজ মিশনের শাহনাওয়াজ খান, বিশিষ্ট সমাজসেবী শেখ আবু তালেব, শেখ আব্দুস সামাদ, হানিফ মোল্লা প্রমুখ। উপস্থিত অতিথিদেরকে মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় ব্রাইট ফিউচার একাডেমির আপার সেকশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেবিশিষ্ট গুণিজন, লেখক, প্রাবন্ধিক ও বহু গ্রন্থ প্রণেতা শেখ নাসির আহমদ সাহেব

Stay Connected

Advt.

%d bloggers like this: