দেশজুড়ে লাগু হল সিএএ, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার, বিতর্ক দেশজুড়ে

মীযান ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালেই দেশজুড়ে লাগু হয়ে গেল সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। আজ, সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালুর কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।  কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অবশেষে আইন পাশের ৪ বছর পর আজ আচমকা সেই বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।

বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালোভাবে দাবি করে যাচ্ছিলেন, লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে সিএএ বিধি লাগু হবেই। কোনওভাবেই এই আইন বলবৎ হওয়াকে আটকানো যাবে না। সেই মতোই আজ দুপুর থেকেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল, যে কোনও মুহূর্তে বড়সড় ঘোষণা হতে চলেছে। সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে হল এই ঘোষণা।

এদিকে, সিএএ বিজ্ঞপ্তি জারি বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরো আইনটা না জেনে মন্তব্য করা ঠিক হবে না। যা বলার আগামীকালই বলব। তবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা বিজেপির নির্বাচনী স্টান্ট বা চমক আর কিছুই নয়। আমাদের সকলের অধিকার আছে বাঁচার। ভোটের জন্য সেই অধিকার কেড়ে নিলে তৃণমূল চুপ করে বসে থাকবে না। প্রতিবাদ করবে। তিনি প্রশ্ন তোলেন মাস ছয়েক আগেই এটা করলেন না কেন? ঠিক ভোটের আগেই করলেন কেন? এটা যেন ছেলের হাতের মোয়া। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, কেউ ভয় পাবেন না, চিন্তা করবেন না। তাছাড়া কোনও আইনশৃঙ্খলার অবনতি হোক সেটা আমি চাইনা।

উল্লেখ্য, সিএএ আইনের উদ্দেশ্য হল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা (অমুসলিমরা) ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সিএএ লাগু নিয়ে একাধিক বিজেপি নেতা দাবি করলেও বঙ্গ সফরে এই বিষয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী মোদি। সোমবার সন্ধ্যায় কার্যত আচমকাই সিএএ সংক্রান্ত ঘোষণা করল কেন্দ্র। যা উসকে উঠল ২০১৬ সালের ৮ নভেম্বরের নোটবন্দির স্মৃতি।

Stay Connected

Advt.

%d bloggers like this: