“ওঠো সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো” শিরোনামে উলুবেড়িয়ার বিভিন্ন ইউনিটে ক্যাম্পেইন

মীযান ডেস্ক: অক্টোবর ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে “ওঠো সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো” শিরোনামে সলিডারিটি ইউথ মুভমেন্টের পরিচালনায় সময়োপযোগী ক্যাম্পেইন চলছে। এই থিমকে সামনে রেখে উলুবেড়িয়া ব্লকে ‘সলিডারিটি’-র পক্ষ থেকে বিভিন্ন হালকা ও মোকামে প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য, ইসলামের বার্তা ও সামাজিক দায়িত্ববোধকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা।

এতে অংশ নেন সলিডারিটি-র রাজ্য সভাপতি ওসমান গণি এবং উলুবেড়িয়া ব্লকের প্রেসিডেন্ট শেখ আলিশা-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এই ক্যাম্পেইন উপলক্ষে এক বিশেষ টিম এই প্রচারাভিযান ও ট্যুর প্রোগ্রাম পরিচালনা করেন। সারাদিনব্যাপী ট্যুরের মাধ্যমে তারা উলুবেড়িয়া ব্লকের বিভিন্ন হালকা ও মোকাম ভিজিট করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মূল্যায়ন করেন।

এই ট্যুর প্রোগ্রামের সমাপ্তি অনুষ্ঠান হয় হাওড়া জেলার বীরশিবপুরে অবস্থিত এসবিএফ অফিসে। যেখানে ফলোআপ প্রোগ্রামের মাধ্যমে ভিজিটের কার্যক্রমের সার সংক্ষেপ ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে কীভাবে আরও মজবুত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করেন।

প্রোগ্রামের শেষে সকলে সহমত হয় যে, সলিডারিটি ইউথ মুভমেন্ট ভবিষ্যতে উলুবেড়িয়া ব্লকে আরও শক্তিশালী হবে এবং ইসলামী দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে, আল্লাহর অশেষ রহমতে এবং সকলের প্রচেষ্টায় এই প্রোগ্রাম অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: