ডিপ-ফেক রোধে জিরো টলারেন্স, স্পষ্ট নীতিমালা তৈরিতে সোশ্যাল মিডিয়াকে এক সপ্তাহ সময় বেঁধে দিল কেন্দ্র সরকার

মীযান ডেস্ক: ‘ডিপফেক’ ইস্যুতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নিল কেন্দ্র সরকার। তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। শুধু তাই নয়, এই ধরনের ভিডিও এবং ছবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব শীঘ্রই একজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাতেও অভিযোগ জানানোর ক্ষমতা দিতে চাইছে সরকার।

মন্ত্রী জানিয়েছেন, আইটি-মন্ত্রক একটা ওয়েবসাইট তৈরি করছে। সেখানে আইন বিরুদ্ধ ‘কনটেন্ট’ নিয়ে মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সাধারণ মানুষ। তারপর মন্ত্রক সংশ্লিষ্ট অভিযোগকারীকে এফআইআর দায়ের করতে সাহায্য করবে। প্রাথমিকভাবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই কনটেন্ট পোস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এরপর সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ ওই পোস্টের উৎস ও পরিচয় প্রকাশ করলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে দেশজুড়ে ফেক নিউজের রমরমা চললেও সে বিষয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী কিছু বলেননি।

‘ডিপফেক’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান আইটি আইনে সুস্পষ্ট সংস্থান রয়েছে। কেন্দ্র জানিয়েছে, ডিপফেক ভিডিও তৈরি ও পোস্ট করলে তিন বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেকথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, এইধরনের ছবি ও ভিডিও আটকাতে আইনের কাছেই দায়বদ্ধ সোশ্যাল মিডিয়াগুলি। অভিযোগ পাবার ৩৬ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কন্টেন্ট সরিয়ে ফেলতে হবে। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থাও নিতে হবে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে। হুঁশিয়ারির সুরে মন্ত্রী বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াগুলিকে এ বিষয়ে দেশের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা তৈরি করতে হবে। আজ থেকেই আমরা এইবিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া শুরু করলাম।’

Stay Connected

Advt.

%d bloggers like this: