মীযান ডেস্ক: “সুন্দর সমাজ গঠনে, চলো যাই কিশোর অঙ্গনে” – এই থিমকে সামনে রেখে কোচবিহার জেলার চান্দেরকুঠি হাইমাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল শিশু-কিশোর উৎসব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কিশোর অঙ্গন সম্পাদক আনিসুর রহমান। উৎসবের অন্তিম লগ্নে অংশগ্রহণকারী সফল শিশু-কিশোরদের পুরস্কার প্রদানের পাশাপাশি “আগামী পৃথিবী” পত্রিকা বিতরণ করা হয়। একই শিরোনামকে সামনে রেখে কোচবিহার জেলা এসআইও-র পক্ষ থেকে খাটামারী মসজিদে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর উৎসব। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, ইসলামী মূল্যবোধের ধারণা প্রদান, সর্বোপরি দেশ ও জাতির কাণ্ডারি হিসেবে বেড়ে ওঠা — ইত্যাদি বিষয়কে সামনে রেখে কিছু প্রতিযোগিতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহারের এসআইও জেলা সভাপতি সাকিল আহম্মেদ, জেলার কিশোর অঙ্গন সম্পাদক আনিসুর রহমান, এসআইও খাটামারী সার্কেল অর্গানাইজার মুরশিদ কাজী প্রমুখ। বিভিন্ন ইভেন্টে পুরষ্কার প্রদান ও শিশু-কিশোরদের জন্য লিটল ম্যাগাজিন ‘আগামী পৃথিবী’ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। জেলার অন্য প্রান্তে এসআইও নান্দিনা কিশোর অঙ্গন সার্কেলের পরিচালনায় অনুষ্ঠিত হয় শিশু-কিশোর উৎসব। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের নিয়ে ভলিবল টুর্নামেন্ট ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, আবৃত্তি ও কুইজ কনটেস্ট ইত্যাদি। এই প্রোগ্রামে অতিথি হিসেবে ছিলেন এসআইও কোচবিহারের জেলা সভাপতি সাকিল আহমেদ, জেলা কিশোর অঙ্গন সম্পাদক আনিসুর রহমান, এসআইও দিনহাটা ব্লক সভাপতি সাদ্দাম হোসাইন, ব্লক সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রমুখ। সবশেষে মধ্যাহ্ন ভোজ, পুরষ্কার বিতরণ ও শিশু-কিশোরদের উপযোগী “আগামী পৃথিবী” পত্রিকা বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়।