মালদায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে জামাআত নেতাদের সৌজন্য সাক্ষাত

মীযান ডেস্ক: মালদা জেলার হবিবপুর ও বামনগোলা থানার ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) যথাক্রমে অক্ষয় কুমার পাল ও তরুণ কুমার রায় মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলার দায়িত্বশীলগণ। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও দেশব্যাপী জামাআতের কর্মসূচি সম্পর্কে তাঁদেরকে অবহিত করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামাআতের বিভাগীয় সম্পাদক মুহাম্মাদ জার্জিস আলী, জেলার বিভাগীয় সম্পাদক সাবির আহমেদ, হবিবপুর ব্লকের দায়িত্বশীল আব্দুত তোয়াব, মাওলানা আমজাদ আলী প্রমুখ।

জেলা তথা হবিবপুর ব্লকে মহিলা ও নারীদের শিক্ষা, যুব সমাজের সমস্যা ও তার উত্তরণের পথ বিষয়ে আইসি সাহেবের সঙ্গে আলোচনা করেন জামাআত প্রতিনিধিরা। সংগঠনের পরিচিত ও কর্মসূচি সংক্রান্ত পুস্তিকা উপহারস্বরূপ তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

Stay Connected

Advt.

%d bloggers like this: