তৃতীয় দফায় ২৪৪ প্রার্থীর নামে ফৌজদারি মামলা, ৩৯২ জন কোটিপতি

মীযান ডেস্ক: চলমান লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১৩৫২ জন প্রার্থীর মধ্যে ১৮ শতাংশ বা ২৪৪ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। আর মহিলা প্রার্থী মাত্র ১২৩ জন। মহিলা ভোটব্যাঙ্ককে পাখির চোখ করেছে রাজনৈতিক দলগুলি। তা সত্ত্বেও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ও দ্য ন্যাশনাল ইলেকশন ওয়াচের এই তথ্য যথেষ্ট হতাশাজনক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে। এটা করতে গিয়ে নরেন্দ্র মোদি নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করেছেন। যদিও এবার তা অবশ্য কার্যকর হয়নি। কিন্তু তারপরও মহিলাদের ভোটের ময়দানে নামাতে রাজনৈতিক দলগুলির অনীহা নিয়ে প্রশ্ন উঠেছে। ৭ মে তৃতীয় দফার ভোটে দেশের ১২ রাজ্যের ৯৫ আসনে ভাগ্য পরীক্ষায় নামছেন ১৩৫২ জন। তাঁদের মধ্যে ২৪৪ জন অর্থাৎ ১৮ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।  এর মধ্যে পাঁচজন খুনের মামলায় অভিযুক্ত। ২৪ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার মামলা। ৩৮ জনের বিরুদ্ধে রয়েছে মহিলাদের প্রতি অপরাধের অভিযোগ। ১৭ জনের ঘাড়ে ঝুলছে বিদ্বেষমূলক ভাষণের মামলা। তালিকায় আর্থিক বৈষম্যের ফারাকও বিরাট। ৩৯২ জন প্রার্থী কোটিপতি। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা প্রায়।
এ রাজ্যে তৃতীয় দফায় কোটিপতি প্রার্থী ১৩ জন। মনোনয়নপত্র পেশের সময় তাঁরা যে হলফনামা দিয়েছেন তাতেই তাঁদের মোট স্থাবর-অস্থাবর সম্পদের ওই আর্থিক হিসেব জানানো হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী তথা পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫১ হাজার টাকা। যদিও অর্থ ও সম্পদের নিরিখে এক নম্বরে আছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার টাকা। দ্বিতীয় স্থানে আছেন ওই আসনের আইএসএফ প্রার্থী সাহাজান বিশ্বাস। তাঁর সম্পদ ১৬ কোটি ৬০ লক্ষ টাকার। তার পরেই আছেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, ৩ কোটি ৮৪ লক্ষ টাকা।
তৃতীয় দফায় উত্তর ও দক্ষিণ মালদহ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের মোট ৫৭ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণের ভিত্তিতে সোমবার এই রিপোর্ট প্রকাশিত হয়।
ইলেকশন ওয়াচের রাজ্য অধিকর্তা উজ্জ্বয়িনী হালিম জানান, এই দফার ভোটে গতবার জয়ী তিনজন ফের প্রার্থী হয়েছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাঁচ বছরে তাঁদের সম্পদ বৃদ্ধির পরিমাণও। উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সম্পদ ১ কোটির পর আরও ৩৩ লক্ষ টাকা বেড়েছে। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুরের সম্পদ ৩৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ কোটিরও বেশি। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবুর সম্পদ ২ কোটি ৯৫ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ কোটি ৮৪ লক্ষ টাকা।
এই দফার প্রার্থীদের মধ্যে ফৌজদারি মামলায় অভিযুক্ত ১২ জন! তাঁদের মধ্যে চারজন বিজেপির। মামলা চলছে সিপিএমের মহম্মদ সেলিম (৭টি) ও তৃণমূলের আবু তাহের খানের বিরুদ্ধে (৩টি)। বিজেপির খগেন মুর্মুর নামে ফৌজদারি মামলা আছে ৭টি।

Stay Connected

Advt.

%d bloggers like this: