কুরআন পোড়ানো নিষিদ্ধে আইন হচ্ছে ডেনমার্কে

মীযান ডেস্ক:  মুসলিম দুনিয়ার চাপে পড়ে অবশেষে পবিত্র কোরআন অবমাননা বা পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা করছে ডেনমার্ক সরকার। মুসলিম দেশগুলোর প্রবল ক্ষোভ-বিক্ষোভ এ প্রতিবাদ-বয়কটের জেরে দেশটি আজ শুক্রবার ২৬ আগষ্ট এ কথা জানাল। ডেনমার্কের আইনমন্ত্রী পিটার হামেলগার্ড বলেন, এ বিষয়ে তাঁরা একটি বিল আনছেন। এতে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কোনো কিছুর প্রতি যথাযথ নয়, এমন আচরণ নিষিদ্ধ করা হবে।

বিশেষ করে জনসমক্ষে এমন কিছু পোড়ানো বা অসৌজন্য প্রদর্শন নিষিদ্ধ করা হবে। কেউ তা ভঙ্গ করলে শাস্তি হিসেবে অর্থদণ্ড এবং দুই বছর কারাদণ্ডের বিধান রাখা হবে। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কোরআনের পাশাপাশি বাইবেল, তাওরাতসহ অন্যান্য ধর্মগ্রন্থ, ধর্মীয় প্রতীক চিহ্ন যেমন ক্রুশ অবমাননার ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে।

সম্প্রতি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে এবং তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত ছিল রাসমুস পালুদান নামে এক কট্টর মুসলিম বিদ্বেষী ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

উল্লেখ্য, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশগুলোতে সম্প্রতি কুরআন পোড়ানোর মতো ইসলাম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে জল অনেকদূর গড়ায়। বহু মুসলিম দেশে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। কয়েকটি মুসলিম দেশ ওই দুই দেশের রাষ্ট্রদূতকে শোকজ করে এবং বহিষ্কার করে। এই দুই দেশকে সামরিক ন্যাটো জোটে নেওয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় তুরস্ক সরকার।

Stay Connected

Advt.

%d bloggers like this: