সলিডারিটি-র উদ্যোগে রাজারহাট গোপালপুরে দন্ত, চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

মীযান ডেস্ক: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে আবারো এগিয়ে এলো গোপালপুরের যুবকবৃন্দ। শনিবার ২০ এপ্রিল সারাদিনব্যাপী দাঁত, চোখ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করে সলিডারিটি ইউথ মুভমেন্ট-এর গোপালপুর শাখা। প্রচণ্ড গরম সত্ত্বেও এদিন ক্যাম্পে ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন এবং প্রায় ৫ শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা নেন। এদিন একটি চক্ষু বিষেশজ্ঞ টিম চোখের নানাবিধ সমস্যা আধুনিক যন্ত্রের সাহায্যে বিনামূল্যে পরীক্ষা করে সাধারণ মানুষকে পরিষেবা দেন। দাঁতের নানাবিধ সমস্যায় যারা ভোগেন তাদেরকে ওষুধ, পেস্ট, ব্রাশ ইত্যাদি সরবরাহ করা হয়। সাধারণ যে কোন সমস্যার জন্য দু-জন এমডি ডাক্তার, একজন হোমিওপ্যাথি ও একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে উপস্থিত ছিলেন।

ক্যাম্পে উপস্থিত হয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, “সাধারণ মানুষের পাশে থাকার এই যে মহৎ মানবিক উদ্যোগ গোপালপুরবাসী নিয়ে থাকেন, তা আমার কাছে বরাবরের মতোই প্রশংসনীয়।” এছাড়াও এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সলিডারিটি ইউথ মুভমেন্ট এর রাজ্য সভাপতি ওসমান গনি, সম্পাদক ইমরান আলী-সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র আয়োজন সুচারুভাবে পরিচালনা করেন সলিডারিটি মেট্রো সিটির সেক্রেটারী আমিরুল মোমেনীন। সার্বিক সহযোগিতায় এসআইও গোপালপুর ইউনিট, সলুয়া গোপালপুর স্পোর্টিং ক্লাব, গোপালপুর জামে মসজিদ-সহ এলাকার সাধারণ যুবকবৃন্দ। সাধারণ মানুষ উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: