মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ, জলঙ্গি ব্লকের ঘোষপাড়া সর্বপল্লি হালকার উদ্যোগে রবিবার ২৩ মার্চ ‘অ্যালাইন্স স্কুল মুর্শিদাবাদ’-এ এক ইফতার মাহফিল ও রমযান সম্পর্কে আলোচনাসভার আয়োজন করা হয়। বাগমারা স্কুলের শিক্ষক গোলাম গাউস সাহেবের দারসে কুরআনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। তিনি রোযার তাৎপর্য ও যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অ্যালাইন্স স্কুলের প্রশাসনিক প্রধান গোলাম কিবরিয়া সরকার ‘দুর্নীতি মুক্ত কল্যাণকামী সমাজ গঠনে রমযানের গুরুত্ব’ নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ও অন্যান্য শিক্ষক এবং স্থানীয় সদস্যবৃন্দ, সলিডারিটি মুভমেন্টের জেলা সদস্য আব্দুর রউফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঘোষপাড়া সর্বপল্লি হালকার সভাপতি গোলাম গাউস। সব মিলিয়ে উপস্থিত ছিলেন প্রায় ৬০ জন।