‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চের আহ্বানে হাওড়ার নিমদিঘীতে ‘লোকসভা নির্বাচন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

মীযান ডেস্ক: ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চের আহ্বানে ‘২০২৪ এর লোকসভা নির্বাচন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল হাওড়া জেলার উলুবেড়িয়ার নিমদিঘীস্থিত সোসাইটি আফলিফ্টমেন্ট সেন্টারে। রবিবার ২১ এপ্রিল সভা শুরু হয় বাগনানের আঞ্চলিক নাযিম ডা: আনিসুর রহমান সাহেবের তাজকির বিল কুরআন দিয়ে। প্রারম্ভিক বক্তব্য রাখেন জামা’আতে ইসলামী হিন্দের হাওড়া জেলার নাযিম ও সভার আহ্বায়ক ডা: নূর আহমাদ মোল্লা।

বন্দিমুক্তি কমিটির সম্পাদক ও মঞ্চের কনভেনর ছোটন দাস চলমান লোকসভা নির্বাচনকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, এটা মোদী বনাম গণতন্ত্রের লড়াই। তার বক্তব্যের সপক্ষে এক ব্রিটিশ দৈনিকের উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে ভারতের এই নির্বাচনকে মোদী বনাম গণতন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। তিনি বদর যুদ্ধের উদাহরণ টেনে বলেন, রোযা রেখেও তো আপনারা যুদ্ধ করেছেন। তাই আশারাখি গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে প্রচণ্ড গরমেও আপনারা পিছপা হবেন না। ১৮৮৭ সালের ১ম স্বাধীনতা যুদ্ধের নায়ক দ্বিতীয় বাহাদুর শাহ বলে উল্লেখ করেন ছোটন দাস। তিনি পলাশীর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নবাবের সৈন্য ছিল অনেক, তা সত্ত্বেও তাঁকে পরাজিত হতে হয় গাদ্দারদের কারণে। আজকের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে গাদ্দারদের দ্বারা যেন পরাজিত হতে না হয়, সে জন্য তিনি সতর্ক থাকতে বলেন।

জামাআতে ইসলামী হিন্দের সাবেক আমিরে হালকা রহমত আলী খাঁন সাহেব সভা মঞ্চ থেকে ডাক দেন, “ফ্যাসিবাদ হটাও, বিজেপি-কে হারাও, যে হারাতে পারে তার পাশে দাঁড়াও।” জামা’আতের পলিটিক্যাল সেলের রাজ্য কনভেনর নাসীম আলী তাঁর বক্তব্যে বলেন, মোদী যদি এবারের নির্বাচনে জেতেন তাহলে এটাই হবে ভারতের শেষ নির্বাচন। মোদি-ভক্তরা কীভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে সুড়সুড়ি দিচ্ছে – সোশ্যাল মিডিয়া থেকে তেমন কিছু উদাহরণ তিনি তুলে ধরেন। এদিনের সভায় অন্যান্য যারা বক্তব্য রাখেন তাঁরা হলেন, জামা’আতের রাজ্য নাযিমা মঞ্জুরা খাতুন, রাজ্য সম্পাদক শাদাব মাসুম, জমিয়তে উলামায়ে হিন্দের হাওড়া জেলা সম্পাদক মাওলানা ওয়াসিমুল বারী, সলিডারিটি ইউথ মুভমেন্টের সাধারণ সম্পাদক শেখ আরিফুর রহমান। সমাপ্তি ভাষণ দেন জামা’আতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ও মীযান পত্রিকার সম্পাদক ডা: মসিহুর রহমান। সভা সুচারুরূপে পরিচালনা করেন নূর আলাম।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: