মীযান ডেস্ক: পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হল জেলা আরকান ও সাংগঠনিক ইজতেমা। গত রবিবার ২৫ আগস্ট মেদিনীপুর শহর বেতরা জামে মসজিদে এই প্রোগ্রামে জেলার সকল আরকান, কারকুন ও রুকনগণ উপস্থিত ছিলেন। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রথম অধিবেশন শুরু হয় দারসে কুরআন পেশের মাধ্যমে। দারসে কুরআন পেশ করেন জামাআতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সেক্রেটারি মাওলানা তাহেরুল হক সাহেব। জেলার সাংগঠনিক রিপোর্ট ও ২০২৩-২৪ সালের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব পেশ এবং ২০২৪-২৫ সালের পরিকল্পনা পেশ করেন জেলা নাযিম মহ: সাইফুদ্দিন মণ্ডল। পর্যালোচনা করেন বিভাগীয় রাজ্য সেক্রেটারি আব্দুর রহিম। জামাআত আপনার কাছে কী চায় – এই বিষয়ের উপর খুবই সুন্দরভাবে বক্তব্য পেশ করেন আব্দুর রহিম সাহেব।
দ্বিতীয় অধিবেশন শুরু হয় দারসে হাদীস পেশের মাধ্যমে। দারসে হাদীস পেশ করেন ঝাড়গ্রাম জেলা সংগঠক মুখলেসুর পাঠান সাহেব। রাজ্য সেক্রেটারি মাওলানা তাহেরুল হক সাহেবের আখেরী হেদায়াত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুখলেসুর পাঠান ও মহ: আইউব আলী সাহেব।
