মালদায় জামাআতের জেলা দাওয়াহ প্রশিক্ষণ শিবির

মীযান ডেস্ক: মালদা জেলার প্রায় ৯০ জন নির্বাচিত পুরুষ ও মহিলা কর্মীর উপস্থিতিতে দাওয়াহ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল মীরচকস্থিত জেলা জামাআত অফিসে। গত রবিবার ২৫ আগস্ট রাজ্যের দাওয়াহ বিভাগের সহকারী সম্পাদক জনাব আনিসুর রহমানের দারসে কুরআনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। তিনি পবিত্র কুরআন থেকে প্রাঞ্জল ভাষায় দাওয়াত বিষয়ক আয়াতসমূহ উল্লেখ করে দারস পেশ করেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন মালদা জেলার দাওয়াহ সেক্রেটারী মহঃ জারজিস আলী। তিনি তাঁর বক্তব্যে দাওয়াতী কাজের গুরুত্ব আলোচনা করেন এবং কর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে দাওয়াতী কাজ ব্যাপকভাবে করার আহ্বান জানান।
“দাওয়াতী কাজের পদ্ধতি ও প্রয়োগ” বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মোহা. মহবুল হক (দেশীয় সামাজিক নেতৃত্বের প্রতি); মাওলানা খাদিমুল ইসলাম সাহেব (ধর্মীয় নেতৃত্বের প্রতি); হযরত উমার আলী মোমিন (তপশিলী জাতি/উপজাতি/আদিবাসীদের প্রতি); আবেদ আলী (প্রশাসনিক ব্যক্তিদের প্রতি); মহ. মনিরুজ্জামান (দেশীয় জনসাধারণের প্রতি) এবং নিলুফা ইয়াসমিন (দেশীয় মহিলাদের প্রতি)। এই আলোচনাচক্রে পরিপূরক বক্তব্য পেশ করেন দাওয়াহ বিভাগের রাজ্য সম্পাদক শেখ নাসিম আলি সাহেব।

দাওয়াহ বিষয়ে মালদা জেলা জামাআতের গৃহীত কর্মসূচি পেশ করেন এবং সেগুলি বাস্তবায়নে আহ্বান জানান সহকারী জেলা নাযিম আবু বক্কর সিদ্দিক। ব্লক নাযিম শরীফ আলীর ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং পরে “দাওয়াতে দ্বীনের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়” বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন রাজ্য দাওয়াহ সেক্রেটারি নাসিম আলী সাহেব। ওপেন সেশনে দাওয়াতী কাজকে আরো বাস্তবমুখী এবং ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ গৃহীত হয়। বিশেষ অতিথি ইরফান মুস্তাকিম সাহেবের হাতে উপহার হিসেবে “পরিবার ও পারিবারিক জীবন” বই তুলে দেন নাসিম আলি সাহেব এবং মারিয়াম সাহেবার হাতে “আদাবে জিন্দেগী” বই তুলে দেন জেলা নাযিমা নিলুফা ইয়াসমিন। জেলা নাযিম সিরাজুল ইসলাম সাহেবের আখেরী হেদায়াত ও দু’আর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: