দক্ষিণ ২৪ পরগনায় জামাআতের জেলা দাওয়াহ বিষয়ক প্রশিক্ষণ শিবির

মীযান ডেস্ক: দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৭৫ জন নির্বাচিত কর্মীকে নিয়ে দাওয়াহ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ২৩ জুন। এদিন জেলার জামাআত অফিস, হাসিম নগর, মোল্লারঠেসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রাজ্যের ‘ইসলামী সমাজ’ বিভাগের অন্যতম সদস্য শিক্ষক মাওলানা সামসুল আলম মোল্লার দারসে কুরআনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। তিনি সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের দাওয়াত বিষয়ক আয়াত তেলাওয়াত করে শোনান, তার বাংলা তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর পেশ করেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনার জেলা নাযিম সানোয়ার আলি পৈলান।

তিনি তাঁর বক্তব্যে জেলার সংগঠনের সামগ্রিক অবস্থা তুলে ধরে দাওয়াতী কাজের গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং জামাআত কর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে দাওয়াতী কাজে ব্যাপকভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আহ্বান জানান। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সেখ আলিমুদ্দীন এর পরিচালনায় একটি প্যানেল ডিসকাশন উপস্থাপিত হয়। যার বিষয়- “দাওয়াতী কাজের লক্ষ্য-উদ্দেশ্য ও গতি-প্রকৃতি”। এতে অংশ গ্রহণ করেন হাফিজ হাবিবুল্লাহ (তালদিঘি, ভাঙ্গড়); আব্দুল আলিম (শিক্ষক: গুলিস্তান ইসলামিক মডেল স্কুল), জামাল উদ্দীন (বিড়লাপুর), সেখ জামসেদ আলী (বজবজ) প্রমুখ।

“দাওয়াত বিষয়ে জামাআতের গৃহীত কর্মসূচি” বিষয়ে বক্তব্য রাখেন জেলা দাওয়াহ ইনচার্জ আলতাফ হোসেন লস্কর। “দাওয়াতে দ্বীনের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়” বিষয়ে আলোকপাত করেন রাজ্য দাওয়াহ বিভাগের ইনচার্জ ও বিশিষ্ট লেখক নাসিম আলী। সব শেষে মাওলানা সামসুল আলম মোল্লা সাহেবের দোওয়ার মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের সমাপ্ত হয়।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: