হাওড়ার বীরশিবপুরের দ্য প্রোগ্রেস স্কুলে ঈদ সম্প্রীতি সভা

মীযান ডেস্ক: হাওড়া জেলা জামাআতে ইসলামী হিন্দের উলুবেড়িয়া ব্লকের উদ্যোগে ১৪ এপ্রিল রবিবার ঈদ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল বীরশিবপুরের দ্য প্রোগ্রেস স্কুলে। এই মহতী সভায় উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আয়াতুল্লাহ ফারুক, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সিরাজ মল্লিক, কল্যাণব্রত সংঘ হাইস্কুলের শিক্ষক পশুপতি ঘুকু, সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের শিক্ষক আব্দুল মান্নান, গণেশপুর হাই স্কুলের শিক্ষক জুলফিকার আলী মোল্লা, জেলা নাযিম নুর আহম্মদ মোল্লা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার আঞ্চলিক নাযিম হানিফ মোল্লা, সহকারী আঞ্চলিক নাযিম সেখ মোহাম্মদ আরিফুল্লা, প্রোগ্রেস স্কুলের প্রিন্সিপাল আনারুল সাহেব, সামসেরদোজা খান ও আরও অনেকে। প্রায় ৬০ জন মুসলিম ও অমুসলিম ভাই-বোন এদিনের ঈদ সম্প্রীতি সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের হাতে সিমাই, বই ও স্মারক তুলে দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করেন শিক্ষক  আব্দুল মান্নান সাহেব।

Stay Connected

Advt.

%d bloggers like this: