মীযান ডেস্ক: “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” শিরোনামে ক্যাম্পেইনের প্রয়োজনে হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে শনিবার ৩১ আগস্ট এক বক্তৃতা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা বক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল দেশজুড়ে প্রচারাভিযানের উপর ভিত্তি করে কীভাবে মানুষের সামনে প্রাঞ্জলভাবে বিষয়টি তুলে ধরা যায় অর্থাৎ স্পিকার ট্রেনিং।
এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ দাওয়াহ বিভাগের রাজ্য সহ-সম্পাদক শেখ আলিমুদ্দিন, উলুবেড়িয়ার ব্লক প্রেসিডেন্ট হানিফ মোল্লা, আঞ্চলিক নাযিমা আনসুরা বেগম এবং সহকারী আঞ্চলিক নাযিম শেখ মোহাম্মদ আরিফুল্লাহ।
আগত বক্তারা তাদের মডেল বক্তব্য পেশ করেন। তারা তাদের বক্তব্যে নৈতিকতার ভূমিকা এবং তা কীভাবে স্বাধীনতার ভিত্তি হতে পারে – সে বিষয়টি সকলের বোধগম্য করে সহজ-সরল ভাষায় উপস্থাপন করেন। তাদের বক্তব্যে ইসলামী দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ও স্বাধীনতার সম্পর্কের ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথি শেখ আলিমুদ্দিন সাহেব সঠিকভাবে বিষয়ভিত্তিক যথাযথ বক্তব্য প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আগত সকলের উদ্দেশে তিনি বলেন, বক্তব্যের মূল বিষয়বস্তু, সঠিক শব্দ চয়ন, ভাষার সঠিক প্রয়োগ এবং দর্শক-শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের কৌশল বিষয়ে সচেতন হতে হবে। একজন ভাল বক্তা হতে গেলে সঠিকভাবে চিন্তাভাবনা করে, রীতিমতো হোম ওয়ার্ক করে এবং সর্বোপরি শ্রোতার মন-মেজাজ ও মনোভাব বুঝে বক্তব্য উপস্থাপন করতে হবে।
সুষ্ঠু ব্যবস্থাপনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এদিনের প্রশিক্ষণ শিবির সুসম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সুষ্ঠুভাবে কামিয়াব হবে বলে আশাবাদী আয়োজকরা।